ড্যাসিং ওপেনার তামিম ইকবালকে বাইরে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ইনজুরির কারণে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনারের।
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সব শেষ দল হিসেবে গতকাল রাতে ফেসবুক ফ্যানপেজে বিশ্বকাপ স্কোয়াডের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিডিও বার্তায় অভিনব পদ্ধতিতে বিশ্বকাপের জার্সি উন্মোচন ও একে একে দলের নাম ঘোষণা করা হয়। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটার তাদের জার্সি প্রদর্শন করেন এবং নিজের অভিমত ব্যক্ত করেন। সবার আগে নিজের জার্সি প্রদর্শন করেন ক্যাপ্টেন সাকিব আল হাসান, সব শেষে মাহমুদুল্লাহ রিয়াদ।