বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের যুব দল ঘোষণা

0
বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের যুব দল ঘোষণা

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঘোষিত ১৫ সদস্যের দলে নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ। খবর জিও নিউজের। 

জিম্বাবুয়ের আয়োজনে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ছাড়াও খেলবে আফগানিস্তান। ডিসেম্বরের ২৫ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত হবে এই সিরিজটি। মূলত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ এটি। নামিবিয়া ও জিম্বাবুয়ের আয়োজনে জানুয়ারির ১৫ তারিখ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। দুইটি টুর্নামেন্টই হবে ৫০ ওভারের। 

বর্তমানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলছে পাকিস্তানের যুবা দল। শুক্রবার (১৯ ডিসেম্বর) সেমিফাইনালে যেখানে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের এশিয়া কাপ দলে একটি পরিবর্তনই এসেছে। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার পরিবর্তে দলে প্রবেশ করেছেন ডানহাতি ফাস্ট বোলার উমার জাইব। 

পাকিস্তানের ১৫ সদস্যের দল:

ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহ-অধিনায়ক), আবদুল সুভান, আহমেদ হুসাইন, আলী হাসান বালুচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর (উইকেটকিপার), হুজাইফা আহসান, মোমিন কামার, মোহাম্মদ সাইয়্যাম, মোহাম্মদ শায়ান (উইকেটকিপার), নিকাব শাফিক, সামীর মিনহাস এবং উমর জাইব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here