বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের পাশে বাংলাদেশ

0

অনেক দিন ধরেই সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করে আসছিল। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার চেষ্টা করেছিল দেশটি। কিন্তু ফিফার বেধে দেওয়া নিয়মের কারণে তারা বিড থেকে সরে এসেছে। তবে ২০৩৪ সালে সেই সুযোগ ঠিকই পাচ্ছে সৌদি আরব।

নিয়ম অনুযায়ী, ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলে হবে। সুযোগ পেয়েই তাই আবেদন করতে দেরি করেনি সৌদি আরব। কাতারের পর মধ্যপ্রাচের দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজন করতে চায় তারা। আর এরই মাঝে আশপাশ থেকে সমর্থন পেতেও শুরু করেছে।

ফেসবুক পোস্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব ফুটবল ফেডারেশনের বিডে পূর্ণ সমর্থন জানিয়েছে।

একইভাবে বিবৃতির মাধ্যমে সমর্থন ব্যক্ত করেছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ মালদ্বীপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here