বিশ্বকাপে হারের পর টানা পাঁচ দিন কেঁদেছিলেন নেইমার

0

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে যায় ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে হারের পর টানা পাঁচ দিন কেঁদেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। 

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘‌সেই ম্যাচের পর আমি টানা পাঁচ দিন কেঁদেছিলাম। এভাবে স্বপ্নভঙ্গ হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। গোল করে, গোল হজম করে টাইব্রেকারে গিয়ে হারাটা মেনে নেওয়া কঠিন।’ 

 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারকে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত উল্লেখ করে নেইমার বলেন, ‘ক্রোয়েশিয়ার কাছে হার আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। আমার পাশে একজন কাঁদছিল, অন্যপাশে আরেকজন। ওই সময় পুরো দলের পরিবেশ খুব ভারী হয়ে উঠেছিল। আমি আর কখনো সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে চাই না।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here