আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে হচ্ছে মেগা টুর্নামেন্টটির এবারের আসর। তবে বিশ্বকাপের মঞ্চে সন্দীপ লামিচানেকে পাওয়া নিয়ে নেপালের শেষ চেষ্টাও সফলতার মুখ দেখেনি। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে নেপাল সরকারের চেষ্টাও নাকোচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে লামিচানের আর বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের কেন্দ্রীয় কমিটির সদস্য চুম্বি লালা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এখন লামিচানের আর বিশ্বকাপে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায়।
আপিলের পর অবশ্য গত ১৫ মে উচ্চ আদালতের রায়ে মুক্ত হন লামিচানে। এরপর তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা চালায় নেপাল।