বিশ্বকাপে ভালো করতে দোয়া চেয়েছেন রাব্বি

0

যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড যুবাদের ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠেছে। ৫০ ওভারের এ টুর্নামেন্টের দ্বিতীয় দিন শনিবার মাঠে নামছে বাংলাদেশের যুবারা। টাইগারদের যুবাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। 

শনিবার ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ২টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে যুবারা। এ ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

অধিনায়ক রাব্বি বলেন, ‘আমরা এখন এশিয়া কাপ নিয়ে আর চিন্তা করছি না। এশিয়া কাপ অনেক আগে চলে গেছে। প্রায় এক থেকে দুই মাস…আমার আসলে মনেও নাই কবে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ওই জিনিসগুলো নিয়ে একদম ভাবছি না। এখন সামনে ভারতের সঙ্গে যে ম্যাচ আছে আমরা ওটা নিয়েই চিন্তা করছি। আমরা বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’

মাসখানেক আগেই এশিয়া কাপ জেতে বাংলাদেশের যুবারা। সেটিই এই পর্যায়ে বাংলাদেশের প্রথম এশিয়া কাপ জয়। এরপর বেশ কিছুদিন বেশ উচ্ছ্বাসই ছিল যুব ক্রিকেটারদের।

দু’দিন পর ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এসব ম্যাচকেও সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘আমাদের গ্রুপে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র আছে। ওরাও কিন্তু ভালো দল। এখন ক্রিকেটে নিয়মিত খেলছে, অনুশীলন করছে। ওরাও কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা যত কম ভুল করে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’

৫০ ওভারের এ টুর্নামেন্টে আছে ১৬টি দল, তারা খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দু’টি গ্রুপে ভাগ হয়ে। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here