ওয়ানডে বিশ্বকাপের আগে রীতিমতো ছন্নছাড়া টিম টাইগার্স। ওপেনিং সঙ্কট মিটলেও নিয়মিত ওপেনার লিটন কুমার দাসের ফর্ম ভাবাচ্ছে রীতিমতো। সেই সাথে লোয়ার অর্ডার ও ফিনিশিং লাইন নিয়েও আছে দোটানা। বিশ্বকাপ স্কোয়াডে কয়জন বোলার থাকবেন সে বিষয়েও আছে ধোঁয়াশা। সবমিলিয়ে বিশ্বকাপরে ১২ দিন আগেও দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
নিউজিল্যান্ড সিরিজে খেলেননি নিয়মিত ওপেনার সাকিব আল হাসান। তার বদলে দায়িত্ব পাওয়া লিটন কুমার দাসও খেলছেন না শেষ ম্যাচে। এই ম্যাচে অধিনায়কত্বের ভার পেয়েছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
নিজের অধিনায়কত্ব নিয়ে শান্ত বলেন, ‘শুরু থেকে এখনও জার্নিটা ভালো যাচ্ছে। প্রত্যেকটা সময় উপভোগ করেছি। একজন ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব আমার জন্য গর্বের ব্যাপার। বোর্ড আমাকে এই সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ্। খুবই এক্সাইটেড, উপভোগ করব।’