বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির এমন শঙ্কার সময়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন ক্রীড়া উপদেষ্টা। দুপুর তিনটার দিকে ক্রীড়া উপদেষ্টা এবং ক্রিকেটাররা হোটেলে প্রবেশ করেছেন।
সূত্র জানিয়েছে, এই বৈঠকের পরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের পক্ষ থেকে আইসিসিকে জানিয়ে দেওয়া হবে লিটন দাসদের দল বিশ্বকাপে খেলবে নাকি খেলবে না।
ক্রিকেটারদের সঙ্গে ওই বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঠিক কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সেটি জানানো হবে ক্রিকেটারদের। এরপরই আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে।
আইসিসি যেহেতু সময় বেঁধে দিয়েছে, বিসিবি এখন তাকিয়ে আছে সরকারের দিকে। গতকাল সন্ধ্যায় আইসিসির ভার্চুয়াল সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। তবে সরকারকে চাপ দিতে চান না।
সেই হিসেবে আজ বৈঠকে ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি ও সিদ্ধান্ত ইস্যুতে কথা বলবেন ক্রীড়া উপদেষ্টা। এরপর জানানো হবে, ভারতে গিয়ে খেলা বা না খেলার বিষয়ে।

