বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ

0
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শক থেকে শুরু করে প্রিমিয়াম গ্যালারি—সব শ্রেণির দর্শকদের কথা বিবেচনায় রেখে বিভিন্ন ক্যাটাগরির টিকিট নির্ধারণ করা হয়েছে।

ইডেনে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে খেলবে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ–ইতালি ম্যাচের টিকিট তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাবে। তবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে। সুপার এইট ও সেমিফাইনালের ম্যাচগুলোর টিকিটই সবচেয়ে বেশি দামের।

কম দামের গ্রুপ ম্যাচ (যেমন: বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি)- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৪,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে: ২০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে: ২০০ রুপি, আপার ব্লক (বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এল১) ১০০ রুপি

বেশি চাহিদার গ্রুপ ম্যাচ (বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ বনাম ইংল্যান্ড)- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৫,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ৫০০ রুপি, আপার ব্লক ৩০০ রুপি

সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচ- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ১০,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ৩,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি (আনুমানিক, সিএবি থেকে বিস্তারিত শীঘ্রই), লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপি, আপার ব্লক ৯০০ রুপি। 

এই মূল্যতালিকার ফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও সহজেই মাঠে বসে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের জন্য ইডেন গার্ডেন্সে টাইগারদের ম্যাচ দেখার সুযোগ বাড়বে। টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here