বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

0

অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০ জনের এই তালিকায় একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।

ম্যাচ অফিসিয়ালদের মধ্যে আম্পায়ার হিসেবে আছেন ১৬ জন। যেখানে এলিট প্যানেল থেকে ১২ জন ও ইমার্জিং প্যানেল থেকে চারজনকে নেওয়া হয়েছে। সৈকত ইমার্জিং প্যানেলের সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন। এখন পর্যন্ত ৮৫ ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার। প্রথম বাংলাদেশি হিসেবে এবার বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তবে ছেলেদের বিশ্বকাপে এবারই প্রথম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here