বিশ্বকাপে প্রতিবাদের অভিনব পরিকল্পনায় পিসিবি

0
বিশ্বকাপে প্রতিবাদের অভিনব পরিকল্পনায় পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া এবং এ সিদ্ধান্তে আইসিসির ভূমিকার বিরুদ্ধে নতুন করে অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবাদ জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফায় চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। শুধু চিঠিতেই নয়, বিশ্বকাপে অংশ নিলে মাঠেও প্রতীকী প্রতিবাদের পরিকল্পনা করছে পিসিবি।

‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পিসিবি আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে জানানো হবে, অনুমতি পেলে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান দল বিশেষ ধরনের প্রতিবাদে অংশ নিতে পারে।

সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, আইসিসিকে পাঠানো চিঠিতে উল্লেখ থাকবে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে পাকিস্তানের খেলোয়াড়রা ম্যাচ চলাকালীন হাতে কালো আর্মব্যান্ড অথবা কালো ব্যাজ পরে মাঠে নামতে পারেন। এটি হবে সম্পূর্ণ প্রতীকী প্রতিবাদ, যার মাধ্যমে বাংলাদেশের প্রতি সংহতি জানাতে চায় পিসিবি।

এর আগেও চলতি মাসের শুরুতে আইসিসিকে একটি চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই চিঠির অনুলিপি পাঠানো হয়েছিল আইসিসির সব সদস্য দেশের বোর্ডে। সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে সমর্থন করার পাশাপাশি, ভারতের পরিবর্তে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছিল পিসিবি।

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিয়েছে পিসিবি। এ নিয়ে বোর্ড চেয়ারম্যান মহসিন নকভী ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চারটি সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।

সেগুলো হলো,পুরো বিশ্বকাপ বর্জন করা, শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচ না খেলা, কালো আর্মব্যান্ড পরে বিশ্বকাপে অংশ নেওয়া ও ম্যাচে জয় পেলে সেটি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা।

সব মিলিয়ে, বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান যে নীরব থাকতে রাজি নয়, সেই বার্তাই স্পষ্টভাবে দিতে চাইছে পিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here