বিশ্বকাপে পাকিস্তান বাদে যাদের সেমিফাইনালে দেখছেন আকরাম

0
বিশ্বকাপে পাকিস্তান বাদে যাদের সেমিফাইনালে দেখছেন আকরাম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য সেমিফাইনালিস্ট চার দলের নাম প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার মতে, আসন্ন আসরে সেমিফাইনালে ওঠার সবচেয়ে বড় দাবিদার ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

ওয়াসিম আকরাম বলেন, সাম্প্রতিক পারফরম্যান্স, দলগত ভারসাম্য এবং বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার দিক থেকে এই চার দল অন্যদের চেয়ে এগিয়ে। বিশেষ করে চাপের মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতাই তাদের শক্তিশালী অবস্থানে রেখেছে বলে মনে করেন তিনি।

আকরামের এই পূর্বাভাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক ক্রিকেটপ্রেমী প্রশ্ন তুলেছেন, কেন ইংল্যান্ড, পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলো তার তালিকায় জায়গা পায়নি। তবে এ বিষয়ে আকরামের বক্তব্য স্পষ্ট, ধারাবাহিক পারফরম্যান্স ও বর্তমান ফর্মই বড় টুর্নামেন্টে সাফল্যের প্রধান নিয়ামক।

উল্লেখ্য, ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here