ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বৈশ্বিক টুর্নামেন্ট।
নিউজিল্যান্ড দলে সবচেয়ে বড় চমক পেসার জ্যাকব ডাফি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় র্যাংকিংধারী টি-টোয়েন্টি বোলার ডাফি ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩৬ ম্যাচে ৮১টি আন্তর্জাতিক উইকেট শিকার করেন, যা ভেঙে দেয় কিংবদন্তি স্যার রিচার্ড হার্ডলির ৪০ বছরের পুরোনো রেকর্ড।
দলের নেতৃত্বে আছেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এটি তার নবম আইসিসি বৈশ্বিক আসর, যা নিউজিল্যান্ড শিবিরে যোগ করেছে বাড়তি অভিজ্ঞতা।
পেস আক্রমণে রয়েছেন অভিজ্ঞ লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও অ্যাডাম মিলনে। অলরাউন্ড শক্তি জোগাবেন জিমি নিশাম।
স্পিন বিভাগে স্যান্টনারের সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ইশ সোধি। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে স্পিন অপশন দেবেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। ব্যাটিং লাইনআপে আছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল।
উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন টিম সাইফার্ট। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে সেঞ্চুরিসহ দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দলে ফিরেছেন তিনি। পেস বোলিং রিজার্ভ হিসেবে দলে থাকবেন কােইল জেমিসেন।
নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি।

