বিশ্বকাপে একই মাঠে টানা তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এটাকে দলীয় পারফরম্যান্সের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখছেন।
গতকাল প্রকাশিত হয়েছে ভারত, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি। আর তিন ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সূচি নিয়ে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিটি ম্যাচই কঠিন। তবে কলকাতায় টানা তিনটা ম্যাচ খেলাটা আমাদের জন্য আসলে একটা প্লাস পয়েন্ট। আমরা চেষ্টা করব আমাদের সেরার সেরাটা দিতে।’
তিনি আরও বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজটা আমি প্রস্তুতি হিসেবেই দেখছি। আমার ইচ্ছা—দল কঠিন অবস্থায় পড়বে, সেখান থেকেই যেন বের হয়ে জয় এনে আনতে পারে। আগের সিরিজে যেটা হয়নি, এবার সেটা করতে চাই।’
আয়ারল্যান্ড শক্তির দিক থেকে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকা ভাবে না নেওয়ার কথা মনে করিয়ে দেন অধিনায়ক, ‘আমাদের সক্ষমতা আছে। আমরা যদি নিজের দিনে শতভাগ ক্রিকেট খেলতে পারি, দাপুটে জয় পাওয়া সম্ভব। কিন্তু একই সঙ্গে প্রতিটি দলকে সম্মান করতেই হবে। যে দল ভালো ক্রিকেট খেলবে, ম্যাচটা তাদের দিকেই যাবে।’
বাংলাদেশের ম্যাচ তিনটি থাকছে একই ভেন্যুতে, আর এই ধারাবাহিকতাকেই বিশ্বকাপে ছন্দ পাওয়ার সুযোগ হিসেবে দেখছেন লিটন দাস।

