আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। প্রতিটি দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে এবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল। ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই ভারতকেই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করছেন এবার। প্রাক্তন অজি তারকা ক্রিকেটা শেন ওয়াটসনও আসন্ন বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ৪ সেমিফাইনালিস্ট বেছে নিলেন এবার।
শগ্রহণকারী ১০ দলের বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে সেমিফাইনালিস্ট ৪ দলকে বাছাই করেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ জয়ী এই তারকা। ওয়াটসনের বিবেচনায় চার সেমিফাইনালিস্ট হলো – স্বাগতিক ভারত, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।
সাবেক অজি এই ক্রিকেটারের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশদের হাত ধরে সাদা বলের ক্রিকেটে পুনরুত্থান হয়েছে। আক্রমণাত্মক খেলার ধরন ও স্কোয়াডে জেতানোর মতো খেলোয়াড়ে পরিপূর্ণ থাকায় দলটি ফেবারিট। সেমিফাইনালের শেষ দল হিসেবে পাকিস্তানকে বিবেচনায় রাখছেন ওয়াটসন। এর সঙ্গে ‘অননুমেয়’ ব্যাপারও জুড়ে দিয়েছেন তিনি। তার মন্তব্য, এশিয়া কাপে হারিয়ে ফেলা ছন্দ বাবর আজম-শাহিন আফ্রিদিরা ফিরে পেলে পাকিস্তান অনেক দূর যেতে পারে।