বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়ানো, এমন একটি ছবি শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ছবিটির শিরোনামে আইসিসি লিখেছে, ‘কিং খান সিডব্লিউ২৩ ট্রফি। এখানে এটা খুব কাছে।’
পাঠান সিনেমায় ধামাকা দেখানো শাহরুখের জওয়ান সিনেমা মুক্তির অপেক্ষায়। জওয়ানের প্রিভিউতেই বাজিমাত করেছেন শাহরুখ। নানা অবতারে তাকে দেখে রীতিমতো মুগ্ধ বনে গেছেন নেটিজেনরা।
সূত্র: খালিজ টাইমস