বিশ্বকাপের প্রস্তুতি ছেড়ে আনুশকার কাছে কোহলি, কেমন আছেন অভিনেত্রী?

0

আগামীকাল ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপের ম্যাচ। ভারতীয় ক্রিকেট দলে বিশ্বকাপের প্রস্তুতি এখন তুঙ্গে। এর মাঝেই সব ছেড়ে গুয়াহাটি থেকে জরুরি বিমানে মুম্বাইয়ে ফিরতে হয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। এরপর থেকে উৎকণ্ঠা অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে। দিন কয়েক আগে শোনা যায়, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। এর মাঝেই কোনো বিপদ হল নাকি আনুশকার? যার ফলে তড়িঘড়ি মুম্বাই ফিরতে হল বিরাট কোহলিকে! অবশেষে অনুরাগীদের আশ্বস্ত করে কী জানালেন আনুশকা?

জরুরি বিমানে চেপে গুয়াহাটি থেকে মুম্বাইয়ের কোহলির আগমনে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে গান্ধীজয়ন্তীর শুভেচ্ছা জানাতেই আশ্বস্ত হন আনুশকার অনুরাগীরা। বিয়ের বছর চারেক পরে প্রথমবার সন্তানসম্ভবা হন আনুশকা। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় কোহলি ও আনুশকার মেয়ে ভামিকার। 

শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের আগমনের কথা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এই তারকা দম্পতি। কিন্তু তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here