২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বল্প প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। সেবার এর খেসারত দিতে হয়েছিল তাদের। তবে আগামী বিশ্বকাপে এমন ভুল করতে চায় না কিউইরা। আগামী ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেবে কিউইরা।
এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। বিশ্বকাপের গত আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যাপ্ত ম্যাচ অনুশীলনের ব্যবস্থা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এরই অংশ হিসেবে ২১ থেকে ৩১ জানুয়ারি ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে রয়টার্সকে ভিডিও বার্তায় নিশাম বলেন, ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০২৪ বিশ্বকাপে আমরা সত্যিই খুব কম প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। টুর্নামেন্টের আগে আমাদের কোনো ম্যাচই ছিল না, যা মোটেও আদর্শ ছিল না— বিশেষ করে আইপিএলের পরপরই, যখন অনেক খেলোয়াড় সেখানে ব্যস্ত ছিল।
তিনি বলেন, এবার আমরা সেই ঘাটতি পূরণ করেছি। বিশ্বকাপের আগে শক্তিশালী একটি দলের বিপক্ষে ভালো একটি সিরিজ পাচ্ছি— এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
ভারতের বিপক্ষে সিরিজ খেলা বিশ্বকাপের জন্য নিজেদের সেরা একাদশ চূড়ান্ত করতে নিউজিল্যান্ডকে বড় সহায়তা দেবে বলে বিশ্বাস নিশামের। বিশেষ করে নিজেদের সঠিক কম্বিনেশন খুঁজে দলকে প্রস্তুত করতে এর বিকল্প দেখছেন না তিনি।
নিশাম বলেন, ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলতে পারাটা দারুণ সুযোগ। আশা করি কয়েকটি ভালো জয় পাব, ভালো ফল আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া এবং বিশ্বকাপের আগে দলকে পুরোপুরি প্রস্তুত করা।
টি-টোয়েন্টিতে নিয়মিত হলেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ৫০ ওভারের ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে আর খেলেননি নিশাম। তিনি জানিয়েছেন ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। বিশ্বকাপের পর নিজের ফর্ম দেখেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
নিশাম বলেন, এই মুহূর্তে আমি ওয়ানডের জন্য এখনও তৈরি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার ভবিষ্যৎটা কেমন হবে, সেটি এখনও ঠিক করিনি। সম্ভবত এই বিশ্বকাপের সময় বিষয়টি নিয়ে ভাবব এবং তারপর একদিকে সিদ্ধান্ত নেব।

