বিশ্বকাপের দল নিয়ে যা বললেন পাপন

0

ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। হাতে সময় আছে পাঁচ মাসের মতো। এরইমধ্যে শুরু হয়েছে বিশ্বকাপের টাইগার স্কোয়াড নিয়ে আলোচনা।

বিশ্বিকাপ দল প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাই না। আমার কথা বলেন, কী সমস্যা, কাকে বাদ দেবেন। আপনি আমাকে নাম বলেন। একেক করে। তামিম আছে, লিটন আছে, পারবেন বাদ দিতে? পারবেন না। শান্ত, মুশফিক, তাওহীদ, মিরাজ, কাকে বাদ দেবেন। আমি তো বুঝলাম না। পেসার কাকে বাদ দেবেন? হাসান মাহমুদ আছে, তাসকিন আছে, ও তো এখন নাই। ওকে ঢোকাইতে হবে, ওরে বাদ দেওয়া যাবে না, ওকে কিন্তু ঢুকাতে হবে। আপনারা যদি বলেন না ঢোকাবো না তাহলে তো মহাবিপদ। মোস্তাফিজকে বাদ দিতে পারবো? অপশন নাই তো। ’

পাপন আরও বলেন, ‘মিডল অর্ডারে অবশ্যই একজনকে নিয়ে যাবে অথবা মিডল অর্ডার। ওখানে আমাদের তো রাব্বিকে নিয়ে খেলায় নাই। বিশ্বকাপে হয়তো একজনকে খেলাইতেও পারে। ওর সঙ্গে নেওয়ার মতো রিয়াদ আছে, আফিফ আছে, মোসাদ্দেক আছে। আমাদের হাতে অপশন আছে। কাউকে নিলে যে ভুল হয়ে যাবে তা তো না। কাউকে যে নিতেিই হবে তাও না। একমাত্র ইস্যু নির্ভর করছে আমাদের কম্বিনেশন কী হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here