বিশ্বকাপ ২০২৬ ফুটবলের টিকিটের জন্য বাংলাদেশ থেকে সাধারণ দর্শকরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে আজ থেকে এবং শেষ তারিখ ২২ জানুয়ারি। আবেদন করার সঙ্গে ৫০০ টাকা জমা দিতে হবে। চূড়ান্ত পর্বে খেলা দেশ ও না খেলা দেশ অনুযায়ী টিকিট বরাদ্দ আলাদা হবে। বাংলাদেশ সর্বোচ্চ ৩৩০টি টিকিট পাবে।
এবার বিশ্বকাপ ফুটবল তিন দেশে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা আয়োজন করবে। তবে ম্যাচের বেশির ভাগই যুক্তরাষ্ট্রে হবে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। এর আগে ফিফা বিশ্বকাপের টিকিট চাহিদা প্রকাশ করেছিল ২১১টি দেশের সাধারণ দর্শকের কাছে। ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত র্যামডম আবেদন জমা পড়েছে ৫০ কোটি।
ফিফার সদস্য হিসেবে বাংলাদেশ কিছু টিকিট পাবে। বাফুফের মাধ্যমে বাংলাদেশ থেকে যারা টিকিট কিনতে চায় তাদেরকে আবেদন করতে হবে। আবেদনের নিয়মকানুন এবং বিস্তারিত তথ্য বাফুফে থেকে জানানো হবে।
যুক্তরাষ্ট্রে ভিসা প্রক্রিয়ায় এবার টিকিটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন সাধারণভাবে ভিসা সাক্ষাৎকারে সময় পাওয়া কঠিন, তবে টিকিটধারীদের জন্য প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

