বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ: বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

0

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আগামী ৫ অক্টোবর শুরু হবে এবারের বিশ্বকাপ।

মঙ্গলবার ঘোষিত সূচিতে দেখা যায়, ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ফাইনাল। উদ্বোধনী ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আগেই জানিয়েছে, ১০ দলকে নিয়ে ৫০ ওভারের শ্রেষ্ঠত্বের আসর ৪৬ দিনব্যাপী চলবে ভারতের ১২ শহরে। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দারাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here