বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, সিরিজের সূচি ঘোষণা

0
বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, সিরিজের সূচি ঘোষণা

বুধবার (১৪ জানুয়ারি) অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসের শেষ দিকে পাকিস্তানে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন ২৯ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচের টস হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং খেলা শুরু হবে রাত ৭টায়।

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে দুই দলই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বিশ্বকাপে পাকিস্তান খেলবে ‘গ্রুপ এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অন্যদিকে ‘গ্রুপ বি’-তে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।

সবশেষ ২০২৪ সালের নভেম্বরে দুই দল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। সেই ওয়ানডে সিরিজে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় পায়। তবে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয় তুলে নেয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত পাকিস্তান ও অস্ট্রেলিয়া মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৪টি ম্যাচ, পাকিস্তান জয় পেয়েছে ১২টিতে। একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে কোনো ফল আসেনি।

পাকিস্তান-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময়):

  • ১ম টি-টোয়েন্টি: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি – সন্ধ্যা ৭:০০টা
  • ২য় টি-টোয়েন্টি: শনিবার, ৩১ জানুয়ারি – সন্ধ্যা ৭:০০টা
  • ৩য় টি-টোয়েন্টি: রবিবার, ১ ফেব্রুয়ারি – সন্ধ্যা ৭:০০টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here