ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবর পেল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। লম্বা ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের আগেই ফিট হয়ে ফিরছেন দলের তারকা পেসার জোফরা আর্চার। খেলতে পারবেন বিশ্বকাপেও। এ খবর নিশ্চিত করেছেন ইংল্যান্ড দলের সহকারী কোচ পল ফ্যাবরেস।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন আর্চার। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সুপার ওভার করেছিলেন এই পেসার। এছাড়া বল হাতে ২০ উইকেট নিয়ে ছিলেন শীর্ষ অবস্থানে।
বিবিসি রেডিও ফাইভ লাইভ-কে ফ্রাবসের বলেছেন, ‘সে উন্নতি করছে। বিশ্বকাপের দৌড়ে সে থাকবে যা আমাদের জন্য দারুণ খবর। তাকে যত্ন করতে হবে। এখন তার অবস্থান ভালো। তবে আগামী কয়েক বছর ইংল্যান্ডের হয়ে তাকে খেলাতে হলে তাকে সেভাবেই যত্ন করতে হবে। যেমন আমরা তাকে ২০২৫ অ্যাশেজে অবশ্যই চাইছি।’