বিশেষ অতিথিকে টিকিট কোহলির, রেখেছিলেন নিজের হোটেলেই

0

গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। সেই জয় দর্শকাসনে বসে উপভোগ করেছেন এক বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাকে দুবাই নিয়ে গিয়েছেন কোহলি নিজেই। রেখেছেনও নিজের হোটেলে।

পাকিস্তানের করা ২৪১ রানের জবাবে নিজের ক্যারিয়ারে ৫১তম সেঞ্চুরি করেন তিনি। বাউন্ডারি মেরে নিজের সেঞ্চুরি পূরণ করার সঙ্গে দলকেও জিতিয়ে মাঠ ছাড়েন। ১১১ বলে সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরির সঙ্গে ওয়নডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান করেন তিনি। ২৮৭ ইনিংস খেলেন কোহলি। শচিন টেন্ডুলকারের লেগেছিল ৩৫০ ইনিংস।

বিরাট কোহলি নিজের ১১তম বলে যখন বাউন্ডারি মেরে সেঞ্চুরি করে দলকে জেতালেন তখনই মাথা থেকে হেলমেট খুলে ফেলেন। ব্যাট-হেলমেট দুই হাতে নিয়ে তাকালেন আকাশের দিকে। এরপর গ্যালারির একদিকে তাকিয়ে ইঙ্গিত করে নিজের বিজয় উদযাপন করলেন। ছাত্রের পুরো ইনিংসই মাঠে বসে তারিয়ে তারিয়ে দেখেছেন রাজকুমার।

ম্যাচের পর এক সাক্ষাৎকারে রাজকুমার বলেছেন, “কোহলিই আমাকে টিকিট দিয়েছে। আমি ওর হোটেলেই থাকছি। ও জানত যে আমি কোথায় বসে আছি। এ রকম ছেলের জন্য গর্ববোধ হবেই। আপনি যদি ওর কোচ হন, তা হলে এর থেকে গর্বের মুহূর্ত আমার কাছে আর নেই।”  সূত্র: আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here