বিশেষজ্ঞদের আরও ‘শক্তিশালী পারমাণবিক বোমা’ তৈরির আহ্বান কিমের

0

উত্তর কোরিয়ার বিজ্ঞানীদের আরও শক্তিশালী পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর দেওয়া হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিম জং উন আরও অধিক পরিমাণ পারমাণবিক অস্ত্র তৈরির অঙ্গীকার করেছেন। তার সর্বশেষ আহ্বান সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএনএ’র খবরে বলা হয়েছে, দেশের পারমাণবিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে এক ব্রিফিংয়ে কিম জং উন বলেন, ‘উত্তর কোরিয়াকে যেকোনো সময় যেকোনো জায়গায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত থাকা উচিত।’ কিম জং উন আরও বলেন, ‘ধীরে ধীরে আমাদের পারমাণবিক শক্তি বাড়াতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here