স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
প্রথমার্ধের মাত্র ১৬ মিনিটের ঝড়ে চার গোল আদায় করে নিয়ে ম্যাচের ভাগ্য তখনই নির্ধারণ করে কাতালান ক্লাবটি। দলের হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া। আর বাকি তিনটি গোল এসেছে ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগির পা থেকে।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা বল দখলে রেখে বিলবাওয়ের রক্ষণভাগকে চাপে রাখে। লামিনে ইয়ামাল ও রবের্ত লেয়ানডস্কিকে বেঞ্চে রেখে নামা বার্সেলোনা প্রথম গোল পায় ২১তম মিনিটে। বার্দগির পাসে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন ফেররান তরেস।
এরপর ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্মিন লোপেস। আক্রমণের ধারা বজায় রেখে ৩৪তম মিনিটে বার্দগি এবং ৩৮তম মিনিটে রাফিনিয়া গোল করলে ৪-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বার্সা। এই অর্জনের মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথমার্ধে চার গোল করার রেকর্ড গড়ল তারা।
দ্বিতীয় হাফেও আক্রমণের ধার কমেনি বার্সেলোনার। ৫২তম মিনিটে রাফিনিয়া ব্যক্তিগত দ্বিতীয় গোল করলে ব্যবধান ৫-০-তে দাঁড়ায়।
ম্যাচের ৬৫তম মিনিটে রাফিনিয়াকে তুলে মার্কাস র্যাশফোর্ড এবং ৭২তম মিনিটে বার্দগির বদলে ইয়ামালকে মাঠে নামান কোচ ফ্লিক।
ম্যাচের পরিসংখ্যানেও বার্সেলোনার দাপট ছিল স্পষ্ট; প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে তারা ৭টি শট লক্ষ্যে রাখে। বিপরীতে বিলবাও কিছু আক্রমণ করলেও গোলবঞ্চিত থাকে, যার মধ্যে একটি শট পোস্টে লেগে ফিরে আসে।
আগামী রবিবারের ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার অন্য সেমি-ফাইনালের জয়ী দলের।

