বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে ৭০ বছরের বৃদ্ধ সেরজান আলীকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। তিনি গণমাধ্যমে বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। নিহত সেরজান আলীর সুরৎতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত সেরজান আলীর সাথে পার্শ্ববর্তী এক গ্রুপের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সেরজান আলীকে প্রতিপক্ষরা মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।