আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিরোধী দল যতই লাফালাফি করুক, কিছুই করতে পারবে না। কারণ গত কয়েক বছর ধরে তারা একই কথা বলে যাচ্ছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। আগামীতেও কোনো লাভ হবে না। আওয়ামী লীগই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
বুধবার ভোলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকালে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলার মানুষ জানে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ বিজয়ী হবে। কে কী বলল, না বলল, বিরোধী দল হিসেবে তারা তাদের বক্তব্য দিবেই। এটাই স্বাভাবিক।
তোফায়েল আহমেদ বলেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।
এ সময় ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামাননের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।