২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে কঠিন লড়াইয়ে ফেলতে একসাথে হাত মিলিয়েছে ২৬ টি বিজেপি বিরোধী দল। এই জোটের সম্মিলিত নাম রাখা হয়েছে ‘INDIA’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)। এবার সেই জোটের নাম নিয়ে কটাক্ষ করে জঙ্গিগোষ্ঠীর সাথে তুলনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
মঙ্গলবার সংসদের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত বিজেপির সংসদীয় দলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ‘শুধু ‘INDIA’ নাম রাখলেই হয় না। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের নামের পাশে ‘INDIA’ বসিয়েছিল। ইন্ডিয়ান মুজাহিদিন নামে যে জঙ্গি সংগঠন আছে সেই নামের সাথে ‘INDIA’ আছে। ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ নামে যে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি আছে তার নামের সাথেও ‘INDIA’ আছে।’
মোদির অভিমত ‘INDIA’ নামটি জুড়ে দিয়ে বিরোধীরা দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করতে চায়।
এদিনের বৈঠক থেকে দলের সংসদ সদস্যদের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধী দলের কাজই প্রতিবাদ করা। তাদের করতে দিন। আপনারা নিজের কাজে মনোনিবেশ করুন।’
প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপির সংসদীয় দলের এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি, জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা।
বিরোধী দলের জোটকে নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই তাকে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে তিনি লেখেন, ‘আপনি (মি. মোদি) আমাদের যা খুশি বলতে পারেন। আমরা INDIA। আমরা মণিপুরকে শান্ত করতে এবং প্রতিটা নারী ও শিশুর চোখের পানি মুছতে সাহায্য করবো। আমরা রাজ্যের প্রতিটি মানুষের শান্তি ও ভালোবাসা ফিরিয়ে আনবো। আমরা মণিপুরে ভারতের ভাবধারার পুন:নির্মাণ করবো।’