দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে মোটরসাইকেলে শ্যালিকাকে নিয়ে পিকনিকে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নূরনবী ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের শ্যালিকা হোসনে আরা বেগম। শুক্রবার সকাল ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের বেগমপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
মৃত নূরনবী ইসলাম (৪০) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে। আহত শ্যালিকা হোসনে আরা বেগম (২০) হাকিমপুর উপজেলার জালালপুর এলাকার এমদাদুল হকের মেয়ে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।