দিনাজপুরের বিরলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে ভেড়া বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ২৩৭টি পরিবারের প্রত্যেককে দুটি করে ভেড়া বিতরণ করা হয়।
বুধবার বেলা ১১টায় বিরল উপজেলা প্রাণীসম্পদ অফিসের আয়োজনে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভেড়া বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভেড়া বিতরণ করেন বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু।