বিরতির পর মেগা সিরিয়াল দিয়ে ফিরছেন রানা

0

দীর্ঘ বিরতির পর আবারো নতুন গানে ফিরলেন উপস্থাপক, সংগীত শিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এবং ফরিদুল হাসানের পরিচালনায় ‘ফাঁপর’ নামের একটি মেগা সিরিয়ালের টাইটেল সং দিয়ে আবারো কাজে ফিরলেন ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা রানা।

সিরিয়ালটির টাইটেল ‘ফাঁপর’ শিরোনামেই হিপহপ গানটির কণ্ঠ দেয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন এইচ এম রানা নিজেই। আর এর সংগীতায়োজনে ছিলেন শিহাব রিপন। গানটি প্রসঙ্গে রানা বলেন, ‘ফাঁপর গানটিতে দর্শক শ্রোতা সমাজের বাস্তব কিছু অসঙ্গতি দেখতে ও শুনতে পারবেন। কাজটি করতে গিয়ে আমার অনেক রকমের এক্সপিরিমেন্ট ও এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে কাজটি নিয়ে আমি খুবই আশাবাদি। অল্প কিছুদিনের মধ্যেই দর্শক শ্রোতা বাংলাভিশনে এই মেগা সিরিয়ালটি দেখতে পাবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here