‘বিয়ে নয়, জীবনে স্বাধীন হওয়াটা গুরুত্বপূর্ণ বলে শিখেছি’

0
‘বিয়ে নয়, জীবনে স্বাধীন হওয়াটা গুরুত্বপূর্ণ বলে শিখেছি’

সুজানের সঙ্গে দাম্পত্যজীবনের অবসানের পর সাবা আজাদকে সঙ্গী হিসেবে বেছে নেন হৃতিক রোশন। দুজনের কেউই তাদের প্রেমের সম্পর্কের কথা লুকাননি, বরং সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই একে অন্যকে ভালোবাসায় ভরিয়ে দেন। তবে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তারা। 

মাস কয়েক আগে বিয়ের বিষয়ে মুখ খোলেন হৃতিকের প্রেমিকা। তিনি জানান, ছোট থেকে তার মা-বাবা শিখিয়েছেন, বিয়ে জরুরি নয়। তিনি যদি কাউকে বিয়ে করতে চান, তাহলে করতেই পারেন। তবে সেটা বাধ্যতামূলক নয়। 

সাবা বলেন, আমার ছয় বছর বয়সে মা-বাবা শিখিয়ে দেন বিয়ে নয়, বরং জীবনে স্বাধীন হওয়াটা গুরুত্বপূর্ণ।

শনিবার (১ নভেম্বর) চল্লিশে পা দিয়েছেন সাবা। প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন হৃতিক। তিনি লেখেন, তোমার কথা ভাবা, তোমার জন্য কিছু করা—এটাই আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। শুভ জন্মদিন আমার ভালোবাসা। 

অভিনেতার করা পোস্টে সাবা লিখেছেন, আমার হৃদয়।

অবশ্য হৃতিকের সঙ্গে সম্পর্কের কারণে বেগ পেতে হয়েছে সাবাকে। খুইয়েছেন ছোটখাটো অনেক কাজও। তবে সব ভুলে নিজেদের ব্যাপারে বেশ মনোযোগী দুজনেই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here