বিয়েতে রাজি না থাকার পরও পারিবারিরক ভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করায় রুবিনা খাতুন (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী অভিমানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঘরে আড়ার সাথে রুবিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার স্বজনেরা। মৃত রুবিনা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের রবিউল ইসলামের কন্যা ও হাড়িদাহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস নিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।