বিয়ে করেছেন নায়িকা আঁচল আঁখি

0

অবশেষে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা আঁচল আঁখি। প্রায় তিন বছর আগে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। 

বৃহস্পতিবার সাংবাদিকদের আঁচল নিজেই এ খবর নিশ্চিত করেছেন। আঁচল জানিয়েছেন, কিছু সংবাদমাধ্যমে সৈয়দ অমিকে প্রেমিক হিসেবে দাবি করা হলেও তিনি মূলত আমার স্বামী। 

আঁচল আঁখি বলেন, ‘অমির সঙ্গে আমার প্রেম ছিল না। তবে মিউজিক ভিডিওর সূত্রে আমার পরিচয় হয়। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি এবং আয়োজনেই হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছে আছে।’ উল্লেখ্য, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here