সাতপাকে বাঁধা পড়লেন ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সেই মালবিকা রাজ। পাত্র প্রণব বাগ্গা, একজন ব্যবসায়ী। ভারতের গোয়াতে জমকালো আয়োজনে তারা বিয়ে করেন। ওয়েস্টিন গোয়াতে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।
বৃহস্পতিবার সোশ্যালে বিয়ের ছবি শেয়ার করে মালবিকা রাজ লেখেন, ‘আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ’। জীবনের এই বিশেষ দিনে মালবিকা সোনালি এমব্রয়ডারি করা লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে পরেছিলেন ভারি মানানসই সোনার গয়না।
প্রসঙ্গত, ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে কারিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন মালবিকা রাজ, সেখানে তার নাম ছিল ‘পূজা’। এছাড়াও মালবিকা অ্যাকশন ফিল্ম ‘স্কোয়াড’এ অভিনয় করেছেন। সেখানে অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিন ডেনজংপাও-এর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।