বিয়ে করলেন আরমান মালিক

0

জনপ্রিয় বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক নতুন বছরের শুরুতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন ২৯ বছর বয়সী গায়ক।

সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই এ সুখবর জানিয়েছেন আরমান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)’।

২০২৩-এর অগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগ্‌দানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারা বজায় থাকল। দিনের আলোয় পালিত হলো বিবাহ অনুষ্ঠান।

ছবিতেই দেখা গেছে, এক চিলতে রোদের আলো ও ফুলের পাঁপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা। গায়কের পরনে ছিল পিচ রঙের শেরওয়ানি এবং আশনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও মানানসই পান্নাখচিত গয়না।

বিডি-প্রতিদিনর/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here