বিয়ের ৮১ বসন্ত পেরিয়ে তারা জানালে দাম্পত্য-সুখের গোপন রহস্য

0

সম্প্রতি ৮১তম বিবাহবার্ষিকী পালন করেছেন লন্ডনের এক দম্পতি। ১০৩ বছর বয়সী ডরথি ওয়াটার ও টিম ওয়াটারের বিয়ে হয়েছিল মাত্র ২০ বছর বয়সে। ১৮ বছর বয়সে তাদের প্রথম দেখা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন তৈরির কারখানায় দু’জনেই তখন কর্মরত। একে অপরকে মনে ধরে ডরথি ও টিমের। সিদ্ধান্ত নেন বিয়ে করার।

বিয়ের পর কাজের সূত্রে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়িয়েছেন দম্পতি। তাদের দুই মেয়ে ও অনেক নাতি-নাতনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা খুলেছেন সুখী দাম্পত্য জীবনের রহস্যের কৌটা। টিম বলেছেন, ‘একে অপরের সঙ্গে কখনও ঝগড়া করো না। যে কোনও বিষয়ে আমরা একে অপরের মতামত নিই, একে অপরের কথা শুনি। কখনও কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here