বিয়ের ১৩ বছর পর একই পোশাকে ফারুকী-তিশা!

0

দাম্পত্যের ১৩ বছর পূর্ণ করলেন জনপ্রিয় তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। আজ ১৬ জুলাই তাদের ১৩তম বিবাহবার্ষিকী খানিকটা ভিন্নভাবে উদযাপন করেছেন এই দম্পতি। বিশেষ এই দিনটি উপলক্ষে গতকাল শনিবার একটা ফটোশুট করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার কয়েকটি ছবি শেয়ার করেছেন ফারুকী-তিশা।

বিবাহবার্ষিকীর পরিকল্পনা আগে থেকে ছিল জানিয়ে ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবন কখনো কখনো নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের তের বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করল- আমরা বিয়েতে যে পোশাক পরছিলাম সেটা পরেই তের বছর পূর্তি উপলক্ষে একটা ফটোশুট করবো। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।’

এই ১৩ বছর একসঙ্গে যে শুধু মসৃণই ছিলো তা না। এর মধ্যে অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে তাদের। এসবের মাঝে তিশার অবদান অকপটে স্বীকার করলেন এই নির্মাতা। তার কথায়, ‘তের বছরে আমরা অনেক চড়াই-উতরাই পার হইছি। বাচ্চা নেয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হইছি। কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিলো অসাধারণ। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়। কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার উপর নির্ভর করি। তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনো রাতের বেলা বাতি নিভাইতে পারি না, ভয় পাই। ভাবি একা একা যাবো কিভাবে এই দুনিয়া থেকে? অথচ কি আশ্চর্য আমরা একা একাই বড় হয়েছিলাম এই দুনিয়ায়!’ 

সবশেষে ফারুকী বলেন, ‘আরও কত কিছু বলতে মন চায়। তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা। হ্যাপি অ্যানিভারসারি টু আস।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here