বিয়ের ১১ বছর পর বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

0

গত বছর ডিসেম্বর মাসে জানান বাবা-মা হতে চলেছেন ভারতের দক্ষিণী তারকা রামচরণ ও তার স্ত্রী উপাসনা। 

২০ জুন ভোরে সুখবর এল হায়দরাবাদ থেকে। কন্যা সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপসনা। প্রায় ১০ বছরেরর বিবাহিত জীবন পার করে সন্তান এল তাদের সংসারে। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন।

এদিকে, ছেলে বাবা হতে চলেছে সেই খবর শোনার পর তারকা চিরঞ্জীবী নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, “আমি এটা জানাতে পেরে আনন্দিত। হনুমানজির কৃপায় রামচরণ ও তার স্ত্রী উপাসনা তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে। ভালবাসা ও কতৃজ্ঞতা পরিবারের পক্ষ থেকে।” অবশেষে খুশির আগমন পরিবারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here