বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজ ছাত্রীকে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে হত্যা!

0

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভারতের দিল্লিতে এক কলেজ ছাত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মালভিয়ানগরের অরবিন্দ কলেজের নিকটবর্তী একটি পার্কে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ‌‘দক্ষিণ দিল্লির অরবিন্দ কলেজের নিকটবর্তী এলাকায় ২৫ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পাই। তার মাথায় ভারী আঘাতের দাগ রয়েছে।’

পুলিশের দেওয়া তথ্য মতে নার্গিস নামের ওই নারী কমলা নেহেরু কলেজের ছাত্রী। তিনি তার দূর সম্পর্কের ভাই ইরফানের সাথে পার্কে গিয়েছিলেন। ইরফানকে নার্গিস হত্যার অভিযোগে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ইরফান নার্গিসকে বিয়ে করতে চেয়েছিল। তবে নার্গিসের পরিবার এই বিয়েতে রাজি হয়নি কারণ ইরফান বেকার। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর নার্গিস ইরফানের সাথে কথা বন্ধ করে দেন। 

দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী বলেছেন, ‘বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকে ছেলেটি বিরক্ত ছিল। মেয়েটি তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর সেকারণেই সে মেয়েটিকে হত্যা করে।’ 

 

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here