বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২

0
বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীদের চীনে পাচারের চেষ্টার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তিন তরুণীকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন চীনের লি ওই হাও (৩০) ও কুড়িগ্রামের রাজহাট উপজেলার ফরিদুল ইসলাম (৩২)। পুলিশ জানিয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারের তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি গার্মেন্টসে কাজ করার সময় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। লি ওই হাও গত ১ সেপ্টেম্বর ওই তরুণীর সাথে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তথাকথিত বিয়ে সম্পন্ন করেন। পরে ওই তরুণী, তার এক খালাতো বোন ও জামালপুরের মেলান্দহের আরেক তরুণীর পাসপোর্ট তৈরি করা হয়।

গত রবিবার কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামে তরুণীর বাড়িতে আসেন লি ওই হাও ও দোভাষী ফরিদুল ইসলাম। এসময় বিয়ের কাগজপত্র যাচাই করতে গিয়ে স্বজনরা জাল নথি পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

পুলিশের ধারণা, আটককৃতরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য। তরুণীদের চীনে নিয়ে গিয়ে অনৈতিক ব্যবসায় জড়িত করার পরিকল্পনা ছিল তাদের।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, চক্রটির সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে তিনি তরুণীদের সচেতন থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here