সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পীড়িতেই বসলেন সাফজয়ী নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না।
পারিবারিকভাবেই শুক্রবার (১২ জানুয়ারি) রংপুরে তার গ্রামের বাড়িতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের মাধ্যমে সঙ্গী করে নিলেন পছন্দের প্রবাসী মুন্নাকে।
নারী ফুটবলার স্বপ্না বলেন, ‘আমাদের সম্পর্ক ৪ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু উনি আমাকে চিনতেন আরও আগে থেকেই। আমার খেলা সব সময় দেখতেন। আমার সম্পর্কে সব কিছুই জানতেন। কিন্তু আমি তাকে চিনতাম না। তার সঙ্গে কথা হওয়ার পরই চিনেছি। তিনি ক্রীড়ামনস্ক মানুষ। তাই পারিবারিকভাবে বিয়ে করছি তাকে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।
গত বছর ২০২৩ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্প থেকে নিজ জেলা রংপুরে চলে যান স্বপ্না এবং ২৬ মে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি।