বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল প্রীত

0

দু-বছর আগেই প্রেমের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। এবার প্রেমিক প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন ‘থ্যাংক গড’নায়িকা।

বি-টাউনে আপতত  বিয়ের মৌসুম চলছে। সুরায় ডুব দিয়েছেন আরবাজ, ৪৭ বছরের রণদীপ হুদা বিয়ে করেছেন লিনকে। এবার ছাদনা তলায় রাকুল প্রীত আর জ্যাকি। 

সিদ্ধার্থ মালহোত্রার ‘আইয়ারি’ নায়িকা রাজস্থানে নয়, গোয়ায় সাত পাক ঘুরবেন। 

জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি রাকুল আর জ্যাকি গোয়ায় বিয়ে করতে চলেছেন। আয়োজন এলাহি হলেও হাতে গোনা অতিথির উপস্থিতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।

২০২১ সালে নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন রাকুল প্রীত। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, “এ বছরে তুমিই আমার সব চেয়ে বড় উপহার।”

তারপর কেটেছে প্রায় দু-বছর। ২২-এর নভেম্বরেই নাকি বিয়ে করে নিতেন দুজনে। তবে কাজ নিয়ে ব্যস্ততার জেরে সেবার ভেস্তে যায় পরিকল্পনা। তবে এবার দিনক্ষণ পাকা। সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here