বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বানিয়াখালী গ্রাম থেকে ওই কিশোরীকে (১৫) সমাজসেবা কর্মকর্তা ও নিকটস্থ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড মেম্বর মো. মাসুম মুন্সির হেফাজতে রাখা হয়েছে। খুলনার খালিশপুর থানার মুজগুন্নী গ্রামের খালেক ফকিরের মেয়ে সে।
কিশোরী ওই মেয়েটি বলেন, প্রায় ১ বছর পূর্বে বানিয়াখালী গ্রামের আয়নাল খানের ছেলে সোহেল খানের সাথে মোবাইল ফোনে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে পূর্বের স্বামীকেও ডিভোর্স দিয়ে আজ বিকেল ৩টার দিকে সোহেল খানের বাড়িতে গেলে সবাই তাকে না চেনার ভান করে।
ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, রাত ৯ টার দিকে কিশোরী মেয়েটিকে স্থানীয় ওয়ার্ড মেম্বরের হেফাজতে দেওয়া হয়েছে। আগামিকাল (শনিবার) তার অভিভাবকদের ডেকে ব্যাবস্থা নেওয়া হবে।