বিয়ের ছবিতে মুখ লুকানোয় কটাক্ষের শিকার জাইরা

0
বিয়ের ছবিতে মুখ লুকানোয় কটাক্ষের শিকার জাইরা

মাত্র ১৬ বছর বয়সে বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন জাইরা ওয়াসিম। কিন্তু তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ধর্মীয় কারণ দেখিয়ে ২০১৯ সালে চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়ান তিনি। অর্থাৎ বলিউডে তিনি এখন প্রাক্তন। দীর্ঘ নীরবতার পর বিয়ের খবরে ফের আলোচনায় আসেন জাইরা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে বিয়ের দুটি ছবি প্রকাশ করেন। ২৪ বছরের অভিনেত্রীর বিয়ের খবরে খুশি হয়েছিলেন তার ভক্তরা। কিন্তু বিয়ের কনে নিজের মুখতো দূরের কথা, স্বামীর মুখও দেখাননি। তার এই আচরণে তাই হতাশ সবাই।

ধর্ম কি জাইরা ওয়াসিমকে গ্রাস করেছে? তার বিয়ের ছবি নিয়ে আপাতত এ রকমই আলোচনা চলছে। বিয়ের ছবিতে কখনও তার হাত দেখা গেছে। কখনও বা পিঠ। সেই ছবি দেখে নাকি বিরক্ত অনেকেই। সবাই তো বিয়ের ছবিতে নবদম্পতিকেই দেখতে চান!

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু নেটিজেন এবং অভিনেত্রীর অনুরাগী প্রশ্নও তুলেছেন। জনৈক কমেন্টে লিখেছেন, “শেষে উগ্রবাদের অন্ধকারে কি তলিয়ে গেল উজ্জ্বল প্রতিভা? বিয়ের ছবিতেও মুখ দেখালেন না জাইরা! কোনও প্রিয় মানুষের খুশির খবরে এ রকম মতামত জানাতে হচ্ছে বলে খারাপ লাগছে।”

বলিউড বলছে, শুরুতে কিন্তু জাইরা এ রকম ছিলেন না! ২০১৬ সালে আমির খানের ছবি ‘দঙ্গল’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। পর্দায় তিনি আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেন। এর পর তাকে দেখা গিয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর মতো ছবিতে। আমিরের সঙ্গে অভিনয় তাকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল।

বলিউড যখন ঘোষণা করেছিল, জাইরা আগামী প্রজন্মের অন্যতম সেরা তারকা, তখনই তার ঘোষণা, তিনি আর অভিনয় করবেন না!। মাত্র তিন বছর কাজ করে উপলব্ধি, তার ধর্মবিশ্বাসের সঙ্গে পেশাজীবনের নিত্য সংঘাত বাঁধছে। সেই সংঘাত এড়াতেই নাকি ২০১৯-এ অভিনয় ছেড়ে দেন তিনি।

সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here