বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

0
বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকারে থাকা মা ও তার ১০ মাস বয়সী ছেলে নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার গোড়াই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হলেন ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তার ছেলে তাজরিয়া কবির। তারা টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন।

গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হন, তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি আটক করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারওয়ার জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here