বেশ কিছু দিন আগে বোন প্রিয়াঙ্কা-পরিণীতিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন মীরা চোপড়া। অভিযোগ করে বলেছিলেন, সিনেমায় পা রাখার পর কোনো রকম সাহায্যই নাকি পাননি তিনি। কিন্তু বিয়ের ক্ষেত্রে এবার প্রিয়াঙ্কার দেখানো পথেই হাঁটলেন মীরা।
২০১৮ সালে রাজস্থানে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের পপ তারকা নিক জোনাসের সঙ্গে উমেদ ভবন প্রাসাদে সাত পাক ঘুরেছিলেন তিনি। শুধু হিন্দু মতেই নয়, খ্রিষ্টান মতেও নিকের সঙ্গে আংটিবদল করেছিলেন প্রিয়াঙ্কা।
বিয়েতে বলিউড থেকে উপস্থিত ছিলেন গৌরব চোপড়া, পরিচালক মধুর ভাণ্ডারকর, প্রযোজক জয়ন্তলাল গাদাসহ অন্যরা।