বিমান হামলায় হামাসের এরিয়াল শাখার প্রধান নিহত, দাবি ইসরায়েলের

0

বিমান হামলায় ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের এরিয়াল শাখার প্রধান আসেম আবু রাকাবা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

শুক্রবার রাতভর গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলায় চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এতে তিনি নিহত হন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ’র এর দাবি, “আবু রাকাবা হামাসের ইউএভি (মানবহীন আকাশযান), ড্রোন, প্যারাগ্লাইডার, এরিয়াল ডিটেকশন এবং প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন। তিনি গত অক্টোবর ইসরায়েলে চালানো অভিযানের পরিকল্পনায় অংশ নিয়েছিলেন।” সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here