বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাড়াটে সেনা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।
প্রিগ্রোজিনকে বন্ধু হিসেবে আখ্যা দিয়ে ম্যাজেসিং অ্যাপ টেলিগ্রামে কাদিরভ শুক্রবার লিখেছেন, আমরা দীর্ঘ সময় ধরে বন্ধু ছিলাম। আমরা প্রায়ই একসঙ্গে সবচেয়ে কঠিন ইস্যুগুলোর সমাধান করেছি। তিনি সবসময় সাহায্যের জন্য প্রস্তুত ছিলেন এবং সত্যিকার অর্থে মনের অন্তর্স্থল থেকে সাহায্য করেছেন।
তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রিগোজিন যে অবদান রেখেছেন সেটির প্রশংসা করেছেন কাদিরভ। তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে তিনি অনেক অবদান রেখেছেন এবং তার এ কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তার মৃত্যু পুরো দেশের জন্য বড় ক্ষতি।’
উল্লেখ্য, প্রিগোজিন ও কাদিরভ এক সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই কাছের লোক ছিলেন। কিন্তু গত জুনে বিদ্রোহ করলে পুতিনের আস্থা হারান প্রিগোজিন। আর এর দুই মাস পর প্লেন দুর্ঘটনায় জীবনের সমাপ্তি ঘটেছে তার।
প্রিগোজিনের বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন প্রিগোজিনকে একজন প্রতিভাবান ব্যবসায়ী হিসেবে প্রশংসা করে নিহতদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।